??????? ১৩ আগস্ট, ২০২৩ ০৫:৪৩

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপি নেতা এ্যানী

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসভবনে গেছেন বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।

রোববার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে চা চক্রে মিলিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসের দুই সদস্যের।

গতকাল শনিবার (১২ আগস্ট) ঢাকা সফরে এসেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান হলেন অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। মূলত তাদের সঙ্গে সাক্ষাত করতে পিটার হাসের বাসভবনে গেছেন এ্যানী। সেখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের।


আমাদেরকাগজ/এইচএম