??????? ১৮ আগস্ট, ২০২৩ ১১:০৫

বিকেলে রাজধানীতে গণমিছিল করবে বিএনপি 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

নিজস্ব রিপোর্ট: সরকারের পদত্যাগসহ বহুমুখি দাবি নিয়ে এক দফায় গণমিছিল কার্যক্রম চালাবে বিএনপি। জানা যায়, আজ বিকেলে গণমিছিল শুধু হবে বিকেল ৩টায়  ও শেষ হবে তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে। 

এ ছাড়া এই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। 

এদিকে আজ ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বিকেল ৩টায় গুলশান ২ থেকে। এরপর গুলশান ১, এবং গণমিছিলটি শেষ হবে মহাখালীতে।

এ দিনে একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। 

অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের এক দফা যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ। 

আমাদেরকাগজ/এমটি