রাজনীতি ৬ অক্টোবর, ২০১৯ ০৬:৪৫

সম্রাট ও আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট ।।

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

রবিবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরই সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়ে ছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে  র‌্যাব। এই ক্যাসিনোগুলো চলতো মূলত ইসমাইল হোসেন সম্রাটের ইশারাতেই। জিজ্ঞাসাবাদে খালেদ এমন কথা জানিয়েছিল বলে সংবাদ প্রকাশিত হয়।