??????? ৩১ আগস্ট, ২০২৩ ১১:৪২

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : গোপালগঞ্জে মানহানির মামলায় হাজিরা না দেওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে, বুধবার (৩০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মোহাম্মদ রুবেল এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এছাড়া মামলার বাদী দোলেয়ার হোসেন সরদারসহ ২৩ জনকে রাজাকার বলে উল্লেখ করেন। এর জেরে দোলেয়ার হোসেন সরদার বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে ২০১৯ সালের ২০ জানুয়ারি এই মামলা দায়ের করেন।

গতকাল বুধবার এ মামলায় আদালতে হাজির হবার কথা ছিল এ বিএনপি নেতার। কিন্তু রিজভী আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আমাদেরকাগজ /এমটি