নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বর্ধিত সভা অনুষ্ঠিত। আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকালে দলটির কেন্দ্রিয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলীয় জোট সরকারের অন্যতম নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক কমরেড রেজাউর রশিদ খান। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আসন্ন সংসদ নির্বাচন ও সরকারের বর্তমান সমসাময়িক রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের প্রতি আমার আহবান- প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের এক হয়ে বিএনপি-জামায়াত, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখতে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, আমরা অস্বীকার করছি না যে, দেশে দূর্নীতি নেই। কিন্তু দেশের দূর্নীতিকে দমন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে এক হয়ে দূর্নীতিবাজদেরকে বিচার কার্যক্রমে নিয়ে আসতে হবে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রতীককে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।