??????? ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৫৮

মধ্যম আয়ের ফাঁদে না পড়াই বাংলাদেশের মূল চ্যালেঞ্জ: সালমান এফ রহমান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : দেশে গত ১৫ বছরে অর্জিত অসাধারণ সাফল্য তুলে ধরে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। এদিন (মঙ্গলবার) মধ্যম আয়ের ফাঁদ এড়াতে সামনের চ্যালেঞ্জগুলি মোকাবেলায় যৌথ প্রচেষ্টার উপর জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, "যদি আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে যাই তবে আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতি হওয়ার লক্ষ্য অর্জন করতে সক্ষম হব না," 

তিনি বলেন, টাকার অবমূল্যায়ন এবং জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধি বিশ্বের অন্যান্য অর্থনীতির মতো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

এসময় উপদেষ্টা অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ, কর আদায় ব্যবস্থাকে ব্যাপক কর নেটসহ আধুনিকীকরণ এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেন।

তিনি বলেন, টেক্সটাইল খাতে বৈচিত্র্য আনার বিপুল সম্ভাবনা রয়েছে।

সালমান বলেন, বাংলাদেশকে আরও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে এবং এখানে ব্যবসা সহজ করার ক্ষেত্রে আরও কিছু করার প্রচেষ্টা রয়েছে।

জলবায়ু ফ্রন্টে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি কিছু করতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছরে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশকে অনেক কিছু অর্জনে সহায়তা করেছে।

প্রতিবেদনে বাংলাদেশে এফডিআই-এর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

রাজধানীর হোটেল শেরাটনে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সেবামূলক সংস্থা এনআরবি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রেডিং নেশনের ভবিষ্যতের বিনিয়োগ" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শীর্ষক এই প্রতিবেদনটি যৌথভাবে উন্মোচন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।, ওইসিডি উন্নয়ন কেন্দ্রের পরিচালক রাগনহেলোর এলিন আরনাদোত্তির, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।

আমাদেরকাগজ/এমটি