নিজস্ব প্রতিবেদন: এবার ৪র্থ বিয়ে করার ঘোষণা দিলেন সম্প্রতি পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় আলোচনার তুঙ্গে থাকা হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক।
আগামী ডিসেম্বরে সৌদিতে বিয়ে করবেন বলে ফেসবুক পোস্টে জানান তিনি।
আদম তমিজী হক লিখেন, ‘ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমি সময়মতো সৌদিতে তার (৪র্থ স্ত্রী) জন্য বাড়ি বানাতে পারি তাহলে আগামী ডিসেম্বরেই আমি ৪র্থ বিয়ে করব। সবাইকে দাওয়াত। সৌদিতে বিয়ে করাই সর্বোত্তম।’
আদম তমিজী হকের বর্তমানে তিন স্ত্রী রয়েছে। তার স্ত্রীরা হলেন, লিজা হক, সাইরা হক ও নুসরাত হক। আদম তমিজী হক তিন স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে বর্তমানে সবাই সৌদিতে অবস্থান করছেন।
আদম তমিজী হকের এক ফেসবুক পোস্টে জানা যায়, তিনি আরেকটি বিয়ে করেছিলেন তার নাম ছিল জোছনা। তবে সে বিয়ে টিকেনি কারণ তাদের ডিভোর্স হয়ে যায়।
আমাদেরকাগজ/এইচএম