শিক্ষা ৯ অক্টোবর, ২০১৯ ১০:১৭

বুয়েটে নিষিদ্ধ হলো শিক্ষক রাজনীতি

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষকদের জন্য রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুয়েট ক্যাম্পাসে আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ তথ্য জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ড. একেএম মাসুদ। সেসময় সেখানে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার(ডিএসডব্লিও) ড. মিজানুর রহমান।

প্রতিবাদকারীদের তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। শিক্ষার্থীদের রাজনীতিও শিগগিরই নিষিদ্ধ করা হবে।

সকাল ১০টায় সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।