স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপের ফাইনালে আনুষ্ঠানিক দামামা বেজে উঠেছে। প্রথম ৪ ওভারে ১ উইকেটে উঠেছিল ৪১ রান। তবে পরের ওভারেই বুমরাহর সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন মিচেল মার্শ। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে রাহুলের হাতে ধরা পড়লেন এই টপ অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৫ রান।
এরপর ব্যাট হাতে নেমে স্মিথ খেলবেন দেখেশুনে। স্বাভাবিকভাবেই তাঁকে আউট করতে ভিন্ন কৌশলে এগোতে হবে ভারতকে। এবং ফুললেংথে স্লোয়ার বুমরার! স্মিথ মিস করে এলবিডব্লু। রিভিউও করেননি তিনি। আহমেদাবাদে এবার এগিয়ে ভারত। প্রথম ১০ ওভারের চ্যালেঞ্জে পেছনে পড়ে গেছে অস্ট্রেলিয়া।
ভারত- ২৪০/১০ (ওভার : ৫০.০)
অস্ট্রেলিয়া- ৬৫/৩ (ওভার : ১১.০)
ওয়ার্নার-মার্শকে হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
ওয়ার্নারের পর ব্যর্থ হলেন মিচেল মার্শও। চতুর্থ ওভারে শামিকে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিয়েছিলেন মার্শ। তবে পরের ওভারেই বুমরাহর সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন এই টপ অর্ডার ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে রাহুলের হাতে ধরা পড়লেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৫ রান।
ওয়ার্নারকে দাঁড়াতেই দিলেন না শামি
প্রথম ওভারে উড়ন্ত শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওভারেই ঘুরে দাঁড়াল ভারত। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ওয়ার্নার, প্রথম স্লিপে ভুল করেননি কোহলি। উইকেট লাগবে বলে শামিকে আনা হয়েছে দ্বিতীয় ওভারেই, সফলও হলেন স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো এ পেসার।
আমাদেরকাগজ / এইচকে