??????? ২০ নভেম্বর, ২০২৩ ১২:০৮

মনোনয়ন পেতে জাতীয় পার্টির নেতা কর্মীদের ভিড়

আমাদের কাগজ ডেস্ক: শুরু হয়েছে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি। 

তবে নির্বাচনে যাবে কি না সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও মনোনয়ন কিনতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর অফিসে ভিড় করতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা।

আজ সোমবার ২০ নভেম্বর, মনোনয়ন ফরম প্রত্যাশীরাদের এমন চিত্র দেখা গেছে। 

মনোনয়ন ফরম বিক্রির জন্য প্রস্তত জাতীয় পার্টির চেয়ারম্যানের কর্যালয়। দেশের সব বিভাগভিত্তিক আলাদা বুথ স্থাপন করে ফরম বিক্রির করা হবে।

সকাল ১১টায় মনোনয়ন ফর্ম বিক্রির কথা থকলেও কিছুটা বিলম্ব হচ্ছে।  

এদিকে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না তা এখনো নিশ্চত নয় বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, নির্বাচনের ব্যাপারে আজ কেন্দ্রীয় নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।  

এদিকে জাতীয় পার্টির কয়েকজন নেতা জানান, এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে বলে মনে করে তারা।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি, ২০২৪।

আমাদেরকাগজ/এমটি