অর্থ ও বাণিজ্য ১১ অক্টোবর, ২০১৯ ১০:০০

বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত

ডেস্ক রিপোর্ট।। 

মুদ্র ও নদীতে ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধ থাকায় রাজধানীর বাজার এখন ইলিশ শূন্য। ইলিশ না থাকায় দামের প্রভাব পড়তে শুরু করছে অন্য মাছের ওপর। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামেই। আমদানি না বাড়ালে সহসাই দাম না কমার কোন সম্ভাবনা নেই বলে জানান বিক্রেতারা। এদিকে, শীতকালিন সবজি বাজারে আসতে শুরু করলেও তেমন একটা কমেনি দাম। 

ইলিশ মাছের প্রজনন বৃদ্ধিতে চলতি মাসের ৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ ঘোষণা মেনেই বাজারে সরবরাহ বন্ধ রয়েছে মাছটির। তাই রাজধানীর বাজার ঘুরে দেখা মিলেনি রুপালি ইলিশের।

ইলিশ না থাকায় দাম বাড়তে শুরু করেছে অন্যান্য মাছের। বাতাশি মাছ কেজি প্রতি ৭ শ’, টেংরা ও পাবদা ৪ শ’ এবং রুই ও কাতাল বিক্রি হচ্ছে ২ শ’৫০ টাকা করে। বিক্রেতার দাম বৃদ্ধির বিষয়টি অস্বীকার করছেন। তবে ক্রেতারা বলছেন আগের চাইতে মাছের দাম বেশি।  

এদিকে, বাজারে পেঁয়াজের দাম রয়েছে অপরিবর্তিত। আমদানিকৃত পেয়াঁজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, আর দেশি পেয়াঁজের দাম ৯০টাকা। 

এদিকে, শীতকালিন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম কমেনি। শিম ও টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ শ’ টাকায়। করলা. বেগুন, চিচিঙ্গা, গাজর, কাঁচামরিচ ও বরবটি বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। 

এছাড়া, পাকিস্তানি মুরগী কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে ২৬০ টাকায়। আর, আগের দামেই বিক্রি হচ্ছে বয়লার, খাসি ও গরুর মাংস।