জাতীয় ১৪ অক্টোবর, ২০১৯ ০৪:৫১

পাখির আঘাতে উড়োজাহাজ ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট।। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান উড়ার পর পাখির আঘাতের কারণে জরুরি অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো, উড়োজাহাজ ময়ূরপঙ্খী উড়ার পর পাখি আঘাত করায় আবার বিমানবন্দরেই অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিঙ্গপুরের উদ্দেশে ছেড়ে যায় বিজি জিরো এইট ফোর ফ্লাইটটি। কিছু সময় পরে উড়োজাহাজে পাখি আঘাত করায় শাহজালালে ফিরে আসে। উড়োজাহাজটি নিরাপদে অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। অন্য একটি উড়োজাহাজে সাড়ে ১০টার দিকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

ফ্লাইটটিতে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাস যাত্রী ছিলেন। এছাড়া, ৭ জন ককপিট ও কেবিন ক্রু ছিলেন।

এর আগে, গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেয়ার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে বিমানের বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো, উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিলো।