রাজনীতি ১৪ অক্টোবর, ২০১৯ ০৭:২৯

আববার হত্যার প্রতিবাদে বুয়েটে চলছে গণস্বাক্ষর

ডেস্ক রিপোর্ট।। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ (সোমবার, ১৪ অক্টোবর)। বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। এরই মধ্যে ইঞ্জিনিয়ারিং এর জন্য ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শেষ হয়েছে।

আর্কিটেকচারের জন্য পরীক্ষার দ্বিতীয় ধাপের শুরু হবে দুপুর দুইটায়।

এ বছর মোট ১২টি বিভাগে ১ হাজার ৬০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ হাজারেরও বেশি শিক্ষার্থী।

এদিকে, পরীক্ষার জন্য বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন শিথিল থাকলেও আবরার হত্যার বিচারের দাবিতে গণসাক্ষর কর্মসূচি চালাচ্ছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে আবারও আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বুয়েটের উপাচার্য বলেন, সব দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে সংকট সমাধানে বেশকিছু কমিটি করা হয়েছে বরেও জানান তিনি।