রাজনীতি ১৫ অক্টোবর, ২০১৯ ১০:১১

সরকার বিরোধী আন্দোলনে জোরেশোরে মাঠে নামার ঘোষণা ঐক্যফ্রন্টের

ডেস্ক রিপোর্ট।। 

গেল এক বছরের জাতীয় রাজনীতিতে বিফল নয় জাতীয় ঐক্যফ্রন্ট। বরং তাদের রাজনীতি গণজাগরণ তৈরি করেছে নতুন করে। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে তাই সরকার বিরোধী আন্দোলন আরও জোরেশোরে করবে দলটি। এমন মন্তব্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের। তবে আওয়ামী লীগের মূল্যায়ন ঐক্যফ্রন্টের নেতারা সুন্দর কথা বলেন কাজে নেই। অর্জন তাই শূন্য।

আদর্শগত ফারাক বিস্তর। তা সত্তেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাতে এক বছর আগে গড়ে উঠে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুরুতেই অবশ্য এই ঐক্যে ফাটল ধরে যখন অনেকটা নাটকীয়ভাবে বেরিয়ে আসে বদরুদোজ্জা চৌধুরির বিকল্প ধারা। আর নির্বাচনে ভরাডুবির পর কর্মকান্ড ঝিমিয়ে পড়ার ধুয়ো তুলে একরকম চিঠি দিয়েই ঐক্য থেকে সরে দাড়ান কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগ।

গত এক বছরে ঐক্যফ্রন্টের কর্মকান্ড নিয়ে সমালোচনা থাকলেও নেতাদের অবশ্য দাবি তাদের এখনি ব্যর্থ বলা যাবে না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, বিফল বা ব্যর্থ বলা যাবে না, কারণ ঐক্যফ্রন্ট হবার পরে সাধারন মানুষের মধ্যে যে সাড়া আমরা পেয়েছিলাম তা অভূতপূর্ব সাড়া ছিল। এমনটা আমি আমার রাজনীতির জীবনে কখনও দেখি নাই। তবে গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমরা আরও দৃঢ় হতে পারতাম কিনা অথবা জনগনকে আরও বেশি সংগঠিত করা সম্ভব ছিল কিনা তা নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে।

এই জোটের সবচেয়ে বড় দল বিএনপি। তাদের দাবি, এতোকিছুর পরেও জনগণ তাদের সাথে আছে। সবাইকে সাথে নিয়েই সরকারের অরাজনৈতিক আচরণের জবাব দেয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, উনি যা চাইবেন তাই হবে এটাতো হতে পারে না। ৩০শে ডিসেম্বর নির্বাচনে বিরোধীদল কিন্তু কিছুই হারায় নাই বরঞ্চ আওয়ামীলীগ সব হারিয়েছে। এই অবক্ষয় কতক্ষন মানুষ মেনে নিবে। মানুষ রাস্তায় নামবে। এটা এখন শুধু সময়ের ব্যাপার।

মাহমুদুর রহমান মান্না ও ইকবাল হাসান মাহমুদ টুকু, এই দুই নেতাই বলছেন, সামনের দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জনগণের সম্পৃক্ততা আরো বাড়ানো হবে।

তবে আওয়ামী লীগের মূল্যায়ন, হিসাবের খেরোখাতায় ঐক্যফ্রন্টের প্রাপ্তি শূণ্য।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, এরা অতীতে ভ্রান্ত রাজনীতি করেছে, আর একারণেই এখন তারা জনগন থেকে বিচ্ছিন্ন। এখনও ভ্রান্ত রাজনীতি করছে, কথা তারা খুবই সুন্দর বলেন কিন্তু কাজে নেই কিছুই। আর তাই মানুষের এদের উপর কোন আস্থা নেই। তাই এদের অর্জনও শূন্য।

তবে দীর্ঘ বিরতি দিয়ে ১৮ অক্টোবরে মহাসমাবেশের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।