জাতীয় ১৯ অক্টোবর, ২০১৯ ০৬:৪৪

ক্লাসে অংশ নেননি বুয়েটের শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট।। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের আজ থেকে ক্লাসে ফেরার কথা থাকলেও সকাল থেকে কাউকে দেখা যায়নি ।

শিক্ষার্থীরা বলছেন, আবরার হত্যার ঘটনায় জড়িত দোষীদের স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে ক্লাসে ফিরবেন না তারা। শনিবার সকালে বুয়েট ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের সমাগম নেই। ক্লাসে ঝুলছে তালা।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষকরা বলেন, দ্রুতই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এ সময় তারা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানান ।  

৬ই অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয় নির্মমভাবে। এ ঘটনার প্রতিবাদে ১০ দফা দাবি নিয়ে ৯ দিন ধরে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে গত বুধবার সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শপথ নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেয় বুয়েটের শিক্ষার্থীরা।