জাতীয় ২০ অক্টোবর, ২০১৯ ০৯:৪৮

নারী পুলিশের আপত্তিকর ছবি দেয়া সাইবার অপরাধীচক্র শনাক্ত

ডেস্ক রিপোর্ট।। 

পুলিশের নারী সদস্যদের ছবি এডিট করে নানা ফেসবুক পেজে পোস্ট করা সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এসব ছবির বেশিরভাগই আপত্তিকরভাবে এডিট করে ক্যাপশনে ব্যবহার করা হতো কুরুচিপূর্ণ মন্তব্য। 

নারী পুলিশের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের ছবি কুরুচিপূর্ণভাবে এডিট করে এসব ভুয়া ফেসবুক পেজে পোস্ট করা হতো। অবশেষে তদন্তে নেমে এমন কয়েকটি ফেসবুক পেজের সাথে জড়িত কুশীলবদের শনাক্ত করেছে পুলিশ। ডিএমপি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

আপত্তিকর ফেসবুক পেজের সাথে জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ।

তিনি বলেন, ‘নারী পুলিশ সদস্য ও কর্মকর্তাদের আপত্তিকর ছবি ফেসবুক পেজে পোস্ট করার অভিযোগে ২০১৮ সালের ডিসেম্বরে রমনা মডেল থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটি মামলা রুজু হয়। এই মামলায় গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উজ্জ্বল বড়ুয়া নামের এক যুবককে।’

ধ্রুব জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুল মিয়ার ছেলে রিয়াজ উদ্দিনকে সম্প্রতি শনাক্ত করেছে স্যোশাল মিডিয়া মনিটরিং টিম। বর্তমানে ওমানে অবস্থান করছেন রিয়াজ উদ্দিন। বিদেশে বসে তিনি ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে নারীদের আপত্তিকর ছবি ফেসবুকে শেয়ার করতেন এবং বিভিন্ন কুরুচিপূর্ণ ক্যাপশন লিখতেন।

তিনি আরো জানান, পুলিশ এসব ফেসবুক পেজ জব্দ করেছে এবং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যাতে তারা এধরনের অপরাধ সংঘঠিত করতে না পারে।

সহকারী পুলিশ কমিশনার ধ্রুব আরো বলেন, ‘ওমান প্রবাসী রিয়াজ উদ্দিনকে রমনা মডেল থানায় রুজু হওয়া ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রিয়াজ দেশে না ফিরলে পলাতক হিসেবে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান থাকবে।’

কয়েকজন নারী পুলিশ সদস্য অভিযোগ করেন, আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার কারণে সামাজিক ও পারিবারিকভাবে হেয়-প্রতিপন্ন হয়েছেন তারা।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, ‘যে বা যারা নারী পুলিশ ও অন্যান্য নারীদের ছবি বিনা অনুমতিতে ফেসবুকে শেয়ার করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গতকাল ১৯ অক্টোবর, শনিবার ডিএমপির সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার এ এফ এম আল কিবরিয়া বলেন, ‘পুলিশ ও অন্যান্য সরকারী দপ্তরে কর্মরত ও সাধারণ নারীদের নাম ও ছবি যারা অসৎ উদ্দেশ্যে ফেসবুকে শেয়ার করেন তারা আমাদের নজরদারিতে রয়েছেন।’ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।