শিক্ষা ২১ অক্টোবর, ২০১৯ ১২:১৫

আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে ঢাবি ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট ।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য পাশে দাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এই সংক্রান্ত ঢাবি ছাত্রলীগ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

প্রেস বিজ্ঞপ্তিটি নিচে হুবহু তুলে ধরা হল- 

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং শতভাগ জালিয়াতিবিহীন ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৫টি ইউনিটের প্রতিটি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী, আগত অভিভাবকসহ সকলের জন্য একটি সহযােগিতামূলক, সুষ্ঠু, শৃঙ্খলিত, সেবামূলক, আন্তরিকতাপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কর্মীরা। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ সকলের জন্য রইলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অভিভাবকতে পরিচালিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা লক্ষ্য করেছি কিছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও আর্থিক অস্বচ্ছলতার কারণে নানামুখী জটিলতার সম্মুখীন হচ্ছে। আমরা বিশ্বাস করি, শিক্ষা, শান্তি, প্রগতি'র পরিব্রাজক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মেধাবী এই শিক্ষার্থীদের পাশে সর্বাবস্থায় রয়েছে। আর্থিক অস্বচ্ছলতার কাছে কখনােই মেধার পরাজয় ঘটতে পারে না- এটা আমাদের সাংগঠনিক মূলমন্ত্র। তাই ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ কোন শিক্ষার্থী যদি আর্থিক অস্বচ্ছলতাজনিত সমস্যার সম্মুখীন হয়, তাকে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাথে যােগাযােগের আহ্বান জানানাে হল।

যোগাযোগের মাধ্যমঃ

আকাশ সরকার, সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৫১৫ ৬২৪৮১৪
মনিরুজ্জামান মুন্না, সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৫১৫ ২৭৩৯৩৩
সৌরভ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৭৫৫ ৬১৭৭৭০
লাবিবুজ্জামান লাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৫২১ ২১৯০৯৮
রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৫২১ ২০২৫১৮
সাইদ হাসান সাইদ, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৮৫৪ ৭৮১০৩৫
ওয়ালীউল্লাহ রাসু, সমাজসেবা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৬২২ ৭৫৫৭৫৪
শেখ আরেফিন ইমেজ, ছাত্রবৃত্তি বিষয় সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- ০১৫২১ ৪০৬২৭৯