রাজনীতি ২১ অক্টোবর, ২০১৯ ০১:৫০

যুবলীগ চেয়ারম্যানকে বহিস্কারের সিদ্ধান্ত, নতুন কমিটির ক্ষেত্রে থাকবে বয়সসীমা

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতির অভিযোগে যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭১ বছর বয়সী ওমর ফারুক যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্যাসিনো কান্ডকে কেন্দ্র করে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে তিনি গণমাধ্যমের শিরোনামে ছিলেন। 

শুরুর দিকে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রেও যুবলীগের নেতাকর্মী আটকের ঘটনায় তাকে প্রতিবাদ করতে দেখা গেলেও পরবর্তিতে তিনি সেখান থেকে সরে এসে এ অভিযানকে স্বাগত জানান।

এছাড়াও বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যুবলীগের আসন্ন কংগ্রেসসহ সংগঠনটির ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও নতুন কমিটিতে বয়সসীমা থাকার সিদ্ধান্ত হয়েছে। 

সম্প্রতি 'অসামাজিক' কার্যকলাপে সংশ্লিষ্ট থাকায় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং অনেকেই আইনের আওতায় রয়েছেন।