রাজনীতি ২১ অক্টোবর, ২০১৯ ০৩:৫৭

বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন ঐক্যফ্রন্ট নেতারা

ডেস্ক রিপোর্ট।। 

সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আজ ২১ অক্টোবর, সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তারা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে কারাগারে যাওয়ার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

আজ বিকাল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি বলেন, ‘জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে যাবেন।’

গতকাল ২০ অক্টোবর, রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, বিএনপির ইকবাল হাসান মাহমুদ, জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যর মমিনুল ইসলাম, জেএসডির তানিয়া রব ও আব্দুল মালেক রতন প্রমুখ।