রাজনীতি ২৬ অক্টোবর, ২০১৯ ০৮:২৬

'মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে'

ডেস্ক রিপোর্ট।। 

নবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে, কিন্তু তাদের ফেরাতে মিয়ানমারের পদক্ষেপ পর্যাপ্ত নয়; আজারবাইজানে শুরু হওয়া জোট নিরেপেক্ষ আন্দোলন-ন্যামের ১৮ তম শীর্ষ সম্মেলনের বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১শ' ২০টি উন্নয়নশীল দেশের ফোরাম-ন্যামের এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকু'র কংগ্রেস সেন্টারে। এতে যোগ দিয়ে সরকার প্রধান রোহিঙ্গা সংকটসহ দেশের সামগ্রিক অবস্থান তুলে ধরেন। সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে  কঠোর অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তুলে ধরেন রোহিঙ্গা প্রসঙ্গও। জানান- রোহিঙ্গা সংকট ও জালবায়ু পরিবর্তনের কারণে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। তবে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের পদক্ষেপ পর্যাপ্ত নয়।

রোহিঙ্গা সংকটে বিভিন্ন দেশ পাশে থাকায় তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা দ্রুত নিজ দেশে ফিরে যাক। সম্মেলনে  বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।