শিল্প ও সাহিত্য ৫ আগস্ট, ২০১৯ ০২:১১

স্বাধীনতা বিফল

স্বাধীনতায় কী লাভ হলো?
যার কারণে পেলাম সে সুখ
সেই মানুষটির জীবন গেল!
এটাই কী মূল্য স্বাধীনতার
মুজিবের যাবে প্রাণ!
বাংলার বাতাস বয়ে বেড়াবে
মুজিবের রক্ত ঘ্রাণ।
স্বাধীনতা বিফলে গেল
রাসেলের যখন মরণ হলো,
মুজিবহারা বাংলা আবার
পরাজয়ের গ্লানিতে মলিন হলো।

বাঙ্গালিরা বুঝল না আর
মুক্তির স্বাদ কতাে,
কী করে বুঝবে?
বাংলায় তাে মুজিব হারানাের ক্ষত।

স্বাধীনতা বিফল হলো
পনেরোই আগষ্ট রাতে,
স্বাধীনতা ধ্বংস হলাে
মীরজাফরের হাতে।

লেখকঃ কামরুজ্জামান কফিল