রাজনীতি ২৭ অক্টোবর, ২০১৯ ০১:২৭

অভিযোগের পাহাড় এমপি রতনের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট।।

চাঁদাবাজি বা জমি দখলই নয়, সুনামগঞ্জের-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগকে বাদ দিয়ে জামায়াত-বিএনপিকে গুরুত্ব দেয়া। তবে সংসদ সদস্যের দাবি তার বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ চক্রান্ত করছে। 

১৯৮৮ সালে প্রথম দফায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দ্বিতীয় দফায় এসএসসি পাশ করেন মোয়াজ্জেম হোসেন রতন। পরে সিলেট পলিটেকনিকে পড়াশোনা করে হন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। 

জগন্নাথপুর উপজেলায় বিআরটিএর টেলিফোন বিভাগে কাজের মধ্যে দিয়ে শুরু করেন কর্মজবীন। রাজনীতির সাথে যুক্ত না হলেও ২০০৮ সালের নির্বাচনে পেয়ে যান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। এরপর আর থেমে থাকেননি। প্রতিবারই সংসদ সদস্য হন রতন। 

গেলো কয়েকবছরে স্থানীয়দের কাছে আলোচিত তার বিলাসবহুল বাড়ি, জমিসহ বিপুল সম্পদ। এমপি রতনের আওয়ামী লীগের চেয়ে, স্থানীয় বিএনপি ও জামায়াতের সঙ্গে সখ্যতার বিষয়টিও বেশ আলোচিত। 

দূর্নীতির অভিযোগে সম্প্রতি তার নির্বাচনী এলাকাতেই বিক্ষোভও করে আওয়ামী লীগ। তবে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেনের  রতনের দাবি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা। বলছেন সবই চক্রান্ত।

হাওরবেষ্টিত তাহিরপুর ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা নিয়ে সুনামগঞ্জ-১ আসন। যে আসনটির এমপি মোয়াজ্জেম হোসেন রতন। তার সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক। দেয়া হয়েছে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা।