অর্থ ও বাণিজ্য ২৮ অক্টোবর, ২০১৯ ০১:২৭

'বিআইএফসির কোনো টাকা আমি আত্মসাৎ করিনি'

ডেস্ক রিপোর্ট।। 

'বিআইএফসির কোনো টাকা আমি আত্মসাৎ করিনি, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়েছে' এমনটিই বলেছেন মেজর (অব.) আবদুল মান্নান।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড -বিআইএফসি থেকে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৪৩ কোটি টাকা আত্মসাতের মামলায় আজ সোমবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব) এম এ মান্নানের শুনানি গ্রহণ করেছে  দুর্নীতি দমন কমিশন, দুদক।

সকালে, দুদক কার্যলয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ দুই কমিশনারের উপস্থিতিতে দুই ঘন্টা ধরে শুনানি চলে। কমিশনের শুনানি শেষে এম এ মান্নান তার বিরুদ্ধে ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, 'এটা মিথ্যা মামলা। বিআইএফসির একটি সংঘবদ্ধ চক্র আমাকে ফাঁসিয়েছে। আমি কমিশনের কাছে পুনারয় শুনানির অনুরোধ করেছি।'

গত ৮ই আগস্ট বিকল্পধারার মহাসচিব মেজর (অব) এম এ মান্নানসহ ১৩ জনকে আসামী করে প্রায় ৪৩ কোটি টাকা আত্মসাতে পৃথক দুটি মামলা করে দুদক।