রাজনীতি ২৯ অক্টোবর, ২০১৯ ১০:৪৩

যুবলীগ সম্মেলনে আলোচনায় দুঃসময়ের ছাত্রনেতা জসিম

ডেস্ক রিপোর্ট ।।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির সম্মেলন আগামী ২৩ নভেম্বর। ইতিমধ্যেই ওই সম্মেলনে যুবলীগের চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃত্ব নিয়ে আলোচনায় শুরু হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে এগিয়ে রয়েছেন দলের দুঃসময়ের ছাত্রনেতা জসিম উদ্দিন ভূঁইয়া।

জসিম উদ্দিন ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ছিলেন। ১/১১ শেখ হাসিনা মুক্তি আন্দোলনের লড়াই সংগ্রামের নেতৃত্ব দেয়া রাজপথের সংগ্রাম, কারানির্যাতিত ও পুলিশ-প্রসাশনের দ্বারা বার বার নির্যাতিত ছাত্রনেতা।

দলের দুর্দিনের লড়াই সংগ্রামে নেতৃত্ব দেয়া এই সাবেক ছাত্রনেতা আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড বুকেও।

এ বিষয়ে জসিম উদ্দিন ভূইয়া বলেন, গত নির্বাচনী ইশতেহারে যে দেশরত্ন শেখ হাসিনা প্রধান এজেন্ডা দিয়েছেন দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স ঠিক সেই এজেন্ডার বাস্তবায়নে সারা বাংলার যুব সমাজকে নিয়ে অতীতের মত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবসমাজ তথা যুবলীগের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, একটি আধুনিক সমাজ গঠনে যুবসমাজের মেধা ও মননকে কাজে লাগানোর প্রত্যয়ে মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সৃষ্টিশীল যুবসমাজের নেতৃত্ব দিতে এবং বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনকে এগিয়ে নিতে আগামীর নেতৃত্বে আমি আশাবাদি।