আইন ও আদালত ৩০ অক্টোবর, ২০১৯ ০৪:০৪

মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযানে ২০৮ জন আটক

ডেস্ক রিপোর্ট।। 

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গত ২৪ ঘন্টায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান পরিচালনা করে ২০৮ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন ডিএমপি নিউজকে বলেন, ২৯ অক্টোবর, ২০১৯ তারিখ অভিযান পরিচালনা করে আটকৃতদের হেফাজত হতে ১ কোটি ২২ লক্ষ ৭৭ হাজার মিটার জাল, ৫টি বাল্কহেড, ১৯টি নৌকা ও ৩৫২৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে । এসময় ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

৯ অক্টোবর, ২০১৯ থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

সারাদেশে নৌ পুলিশের ১১৬ টি থানা ও কেন্দ্র রয়েছে । নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন।