রাজনীতি ১ নভেম্বর, ২০১৯ ০৪:৪১

সোমবার চেন্নাইয়ে সাদ্দামের স্পাইনাল কর্ডের অস্ত্রোপচার

আশেক আহমেদ ।। 

ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্পাইনাল কর্ডের অস্ত্রোপচার আগামী সোমবার (০৪ নভেম্বর) ভারতের চেন্নাইয়ে সম্পন্ন হবে। বর্তমানে তিনি চেন্নাইয়ের ভ্যানাগারাম টু আম্বাত্তুর মেইন রোডে অবস্থিত অ্যাপোলো স্পেশাল্টি হাসপাতেলে ভর্তি আছেন। 

উপমহাদেশের প্রখ্যাত নিউরো সার্জন ডা: সিদ্ধার্থ ঘোষ শুক্রবার সকাল ১১ টার দিকে সাদ্দাম হোসেনের টেস্টের সকল রিপোর্ট পর্যালোচনা করে আগামী সোমবার স্পাইনাল কর্ডের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। 

ডা: সিদ্ধার্থ ঘোষ আরো বলেন, যেহেতু স্পাইনাল কর্ডের দ্বিতীয় বার অপারেশন হচ্ছে তাই অপারেশনটি কিছুটা জটিল এবং ঝুঁকিপূর্ণ। শুক্রবার সকালে আমাদের কাগজের সাথে সাদ্দামের কথা হলে তিনি একথা জানান।

সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, মেরুদণ্ডে (স্পাইনাল কর্ড) সমস্যা জনিত কারণে গত ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন ডাকসু এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। দেশে প্রায় একমাস চিকিৎসার পর গত ২৯ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য যান।

চেন্নাইয়ে যাবার আগে তিনি তার সেফবুকে একটি স্ট্যাটাস দেন। আমাদের কাগজের পাঠকদের সুবিধার জন্য তার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো- 

‘আগামীকাল চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। অনেকদিন অসুস্থ থাকার কারণে সবার সাথে ঠিকঠাক যোগাযোগ রাখতে পারিনি, অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকার সময় অনেকেই দেখা করতে চেয়েছে, নিষেধ করেছি কিংবা অসুস্থতার জন্য সবসময় হয়তো সদয় আচরণ করিনি। আমার সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালোবাসা।

‘বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা আমার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন, শত ব্যস্ততার মাঝেও আমার মত একজন ক্ষুদ্র কর্মীর জন্য নির্দেশনা দিয়েছেন, তদারকি করেছেন। প্রিয় বঙ্গবন্ধুতনয়া, আপনার কাছে আমার জন্ম-জন্মান্তরের ঋণ। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধারণ করে যেন জীবনের বাকি পথটুকু চলতে পারি, আপনি শুধু এই আশীর্বাদটুকু রাখবেন।’

‘অসুস্থতা সত্ত্বেও আজ সন্ধ্যায় টিএসসি যাব কিছু সময়ের জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কল্যাণ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন শেখ হাসিনা।’