শিক্ষা ২ নভেম্বর, ২০১৯ ০৮:২১

কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।। 

কিশোর আলোর অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাইমুল আবরার ঢাকা রেসিডেনসিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবরার।

জানা গেছে, শুক্রবার কিশোর আলোর জন্মদিন উপলক্ষে রেসিডেনসিয়াল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে নাইমুল আবরার। ওই মুহূর্তে আয়োজকরা তাকে কলেজের আবাসিক চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে কলেজ চিকিৎসকরা আবরারের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।

রাতে এক ফেসবুক স্ট্যাটাসে আনিসুল হক লেখেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের ক্লাস নাইনের ছাত্র নাইমুল আবরার বিদ্যুতায়িত হয়। ওখানেই জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নেয়া হয়। দুজন এফসিপিএস ডাক্তার দেখেন। জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আমার জীবনে এর চেয়ে মর্মান্তিক খবর আমি আর পাই নাই। আমি এখন হাসপাতালে আছি। প্রিন্সিপাল স্যার আছেন। নাইমুল আবরারের বাবা-মা এবং আত্মীয়রা আছেন।
আমি ও কিশোর আলো আজীবন আবরারের পরিবারের সঙ্গে থাকবো।
যদিও এই অপূরণীয় ক্ষতি কিছুতেই পূরণ হবে না। আমি কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় আছি। নাইমুল আবরারের জন্য দোয়া করছি।
আমি একটু সুস্থ হলে আপনাদের জানাব।”

এদিকে অভিযোগ উঠেছে, আবরার মারা যাওয়ার কথা প্রোগ্রামের উর্ধ্বতন কাউকে জানতে দেয়া হয়নি, এমনকি তার মা-বাবা এবং কলেজ কর্তৃপক্ষকেও জানানো হয়নি। আবরারের লাশ ছিলো মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে, সেখান থেকে সন্ধ্যায় ফোন করা হয় আবরারের পরিবারকে।