আইন ও আদালত ২ নভেম্বর, ২০১৯ ০৯:৪৯

নতুন সড়ক পরিবহন আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট।। 

রাস্তায় শৃঙ্খলা ফেরাতে গতকাল শুক্রবার থেকে কার্যকর নতুন সড়ক পরিবহন আইন নিয়ে  সারা দেশে চালকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চালকরা কেউ কেউ সাধুবাদ জানালেও, বেশিরভাই বলছেন, শাস্তির বিধান কম হলে ভালো হতো। 

এই আইনে ব্যক্তিগত যানবাহনের বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। যার পুনর্মূল্যায়নের দাবি করেছেন উবার, পাঠাও এর মতো অ্যাপসভিত্তিক গাড়ি ও বাইক চালকরা।

নতুন আইন কার্যকরে পুলিশ পুরোপুরি প্রস্তুত না থাকলেও আপাতত সচেতনতামুলক কাজের ওপর জোর দেয়ার কথা জানালেন। যদিও, পুরোপুরি স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

গাজীপুরে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আটঘাট বেঁধে মাঠে নেমেছে সরকার।

কাদের বলেন, আইন শুধু কার্যকরই করা হয়নি। প্রয়োগও হবে কঠোর হাতে।