অপরাধ ও দুর্নীতি ৩ নভেম্বর, ২০১৯ ১০:২৫

অধ্যক্ষকে পুকুরে ফেলা সেই সৌরভ ছাত্রলীগ থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট ।। 

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ফরিদ উদ্দীনকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় ছাত্রলীগের সাত জনসহ ৫০ জনের নামে মামলা হয়েছে। আটক করা হয়েছে ২০ জনকে।

এদিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে ইনস্টিটিউটের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করে তারা। ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা।

এ ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ফরিদ উদ্দীনের সাথে অপ্রীতিকর ঘটনার দায়ে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামাল হোসেন সৌরভ (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউট)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করেছে। সেই সাথে রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউট শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে।