খেলাধুলা ৪ নভেম্বর, ২০১৯ ০৯:১৫

যে কারণে সাকিব-তামিমকে উৎসর্গ করা হলো ঐতিহাসিক জয়

ডেস্ক রিপোর্ট।। 

ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পর সেই জয় সাকিব-তামিমদের উৎসর্গ করা হলো। টি-টোয়েন্টি ক্রিকেটের ১ হাজার তম ম্যাচটি জিতে নিজদের ইতিহাসের স্বাক্ষী করে নিলো বাংলাদেশ। সাকিব-তামিম দলের দুই প্রাণভোমরাকে ছাড়াই নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ।

সাকিব-তামিমকে ছাড়াই খেলতে নেমে ঐতিহাসিক জয় তুলে নেয়ার পর তাদের দু'জনকেই জয় উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট অল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার জানান এ কথা জানান।

ম্যাচ শেষে সৌম্য বলেন, 'সাকিব ও তামিতের আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়। দলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ জয় তাদের উৎসর্গ করছি'। আর দলের জয় সম্পর্কে সৌম্য বলেন, 'আমরা জানতাম ধৈর্য্য ধরলে সাফল্য পাওয়া সম্ভব। তাই আমরা সবাই শান্ত ছিলাম।

সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে দলের সঙ্গেই নেই সাকিব আল হাসান। তাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ছাড়াই ভারত সফরে যায় বাংলাদেশ দল। হঠাৎ করেই সাকিবের ওপর এমন নিষেধাজ্ঞা যেমন মেনে নিতে পারেননি সাকিব ভক্তরা। তেমনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও ভাঙা মন নিয়েই ভারত সফরে যান।

অন্যদিকে, দলের অন্যতম আরেক ব্যাটসম্যান তামিম ইকবাল সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তাই স্বাভাবিকভাবেই দলের সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই ভারত সফরে যায় বাংলাদেশ। এ সিরিজ তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের যেমন সুযোগ, তেমনি সিনিয়র খেলোয়াড়দের ঘাড়ে যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালনের চ্যালেঞ্জ।