অপরাধ ও দুর্নীতি ৪ নভেম্বর, ২০১৯ ০১:৩৭

৩৫ জনের অবৈধ সম্পদের খোঁজে দুদক

ডেস্ক রিপোর্ট।। 

বর্তমান ও সাবেক ১২ জন সংসদ সদস্যসহ উচ্চপর্যায়ের আরো ৩৫ জনের অবৈধ সম্পদ অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি। আর বর্তমান অভিযান ও মামলাগুলো ধারবাহিকতা বজায় রাখলেই দেশের দুর্নীতি অনেকাংশে কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

যে কোন অপরাধ করেই পার পেয়ে যাবেন- কিছু দিন আগেও যাদের সম্পর্কে ধারণা ছিলো, তাদের অনেকেই আজ কারাগারে। গণমাধ্যমে প্রতিদিনই প্রকাশ হচ্ছে তাদের নানা অপকর্ম।

এমন হাইপ্রোফাইল আরো ৩৫ জনের দুর্নীতির খোঁজে শিগগিরই মাঠে নামতে যাচ্ছে দুদক। যার মধ্যে অন্তত ডজন খানেক বর্তমান ও সাবেক সংসদ সদস্য রয়েছেন। ক্যাসিনো কাণ্ড ও চলমান শুন্ধি অভিযানে বেরিয়ে আসা ৭৩ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক।

দুদকের অভিযান চলতে থাকলে দুর্নীতি কমে আসবে। দুর্নীতিবাজরাও ধরা পড়বে বলে মনে করছে টিআইবি।

শুদ্ধি অভিযানের জের ধরে এখন পর্যন্ত ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ৩৪ জনের বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা বাহিনী যে সব দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক।

তবে জনগণের আস্থা ফেরাতে স্বপ্রণদিত ভাবে তথ্য সংগ্রহ করে নিজস্ব অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা।