আইন ও আদালত ৬ নভেম্বর, ২০১৯ ০৯:৫৫

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ।।

রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে বাদি হয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে আবরারের বাবা। 

বুধবার (৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে এ মামলা দায়ের করেন নাইমুল আবরারের বাবা মুজিবুর রহমান।

প্রসঙ্গত, গত শুক্রবার রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার (১৫) বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। জানা যায়, আবরার শুক্রবার কলেজের মাঠে কিশোরদের মাসিক পত্রিকা কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসেছিল। বিকেলে মাঠের এক প্রান্তে এই দুর্ঘটনাটি ঘটে।

উক্ত প্রোগ্রামে মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দুজন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। সঙ্গে সঙ্গে তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দিকে দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে স্কুলছাত্র আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন রেসিডেন্সিয়াল কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ দাবি করা হয়। তারা প্রথম আলো, কিশোর আলো ও আয়োজক কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত আবরার রাহাত নিহতের ঘটনায় কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।