খেলাধুলা ৬ নভেম্বর, ২০১৯ ১২:১১

মুশফিক-রিয়াদদের যা সতর্কবার্তা দিলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক।।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তাদের মাঠেই লজ্জাজনক পরাজয় উপহার দিয়েছে টিম বাংলাদেশ। এখন সফরকারীদের চোখ সিরিজ জয়ের দিকে। তবে কাজটা মোটেও সহজ হবে না বলে তাদের সতর্ক করে দিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশকে নিজেদের খেলায় বিশ্বাস রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।

প্রথম ম্যাচে তিন বিভাগেই দাপট দেখিয়েছেন বাংলার টাইগাররা। দুরন্ত ফিল্ডিংয়ের সাথে ছন্দময় বোলিং এবং শেষে ব্যাটিংটাও হয়েছে চোখ জুড়ানো। তবে রাজকোটের উইকেট দিল্লির তুলনায় ভিন্ন। ব্যাটিং সহায়ক এ উইকেটে বাংলাদেশকে একাদশ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেয়ার উপদেশ দিয়েছেন সাঙ্গাকারা। 

তিনি বলেন, ‘বাংলাদেশের নিজেদের খেলার ওপর বিশ্বাস রাখা প্রয়োজন। যেভাবে তারা প্রথম ম্যাচ খেলেছে, সেটার ওপর বিশ্বাস রাখতে হবে। উদ্বোধনী জুটি ভালো ছিল, মিডলঅর্ডার খুবই শক্তিশালী। উইকেট হারানোর পর চাপ নিতে দেখা যায়নি তাদের।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে দলের ব্যাটিং লাইনআপ বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী হলেও বোলিংয়ে নজর দিতে হবে। চাপে ভড়কে গেলে চলবে না। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। মাঠ অনুযায়ী একাদশ সাজাতে হবে। মূলত এসব দিকেই দৃষ্টি দিতে হবে।’ এখন তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ, ব্যাকফুটে টিম ইন্ডিয়া। এরই মধ্যে রাজমুকুটের সন্ধানে রাজকোটে পৌঁছেছেন মাহমুদউল্লাহরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এখানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত শর্মাদের বিপক্ষে লড়বেন তারা।