সোশ্যাল মিডিয়া ৭ নভেম্বর, ২০১৯ ০৭:২০

ভুয়া ফেসবুক আইডি নিধনে সেলফি ভিডিও ভেরিফিকেশন

প্রযুক্তি ডেস্ক ।।

ভুয়া নাম-পরিচয় বা তথ্য গোপন করে অনেকেই অ্যাকাউন্ট খোলে ফেসবুকে। তাই অ্যাকাউন্ট ব্যবহারকারীদের আসল পরিচয় নিশ্চিত করতে তাদের সেলফি ভিডিও সংগ্রহের পরিকল্পনা করেছে জনপ্রিয় এই স্যোশাল সাইটটি।

এ জন্য নতুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম তৈরির পাশাপাশি পরীক্ষা কার্যক্রমও শুরু করেছে তারা। নতুন এ পদ্ধতি চালু হলে অ্যাকাউন্ট খোলার সময় বা সন্দেহভাজন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রকৃত তথ্য জানতে তাদের চেহারার বিভিন্ন দিকের কয়েক সেকেন্ডের সেলফি ভিডিও আপলোড করতে হবে। 

বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত হতেই এ উদ্যোগ। ফেসবুক চালু থাকা অবস্থায়ই সেলফি ভিডিও ধারণ করে জমা দেওয়া যাবে, যা ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হবে।

উল্লেখ্য, নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর নতুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম পরখ করলেও কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করেনি ফেসবুক কর্তৃপক্ষ।