অপরাধ ও দুর্নীতি ১০ নভেম্বর, ২০১৯ ০৬:৪২

স্কুলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

 ডেস্ক রিপোর্ট।। 

শেরপুরের শ্রীবরদী উপজেলার টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে। অন্যদিকে, অভিযুক্তরা বলছেন, তাদের বিরুদ্ধে করা অভিযোগ বানোয়াট। তবে তদন্তের কথা বললেন শিক্ষা কর্মকর্তা।

শ্রীবরদীর টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক আয় প্রায় কোটি টাকা। অথচ স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৫০ হাজার টাকা। বাকি টাকার কোন হিসেব নেই স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে। 

১৯৪০ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে নানা খাত থেকে আয় হচ্ছে ঠিকই, কিন্তু চোখে পড়ে না উন্নয়ন। ভাঙাচোরা শ্রেণিকক্ষ ও শৌচাগারসহ বেহাল কয়েকটি ভবন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা। 

স্কুলের ব্যাংক হিসেব জানতে চাওয়ায় চটে যান কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ও শিক্ষক প্রতিনিধি আশিকুর রহমান। এছাড়া স্কুলের ব্যয়ের হিসেব দিতে পারেননি কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক। 

টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বলেন, স্কুলের লেনদেন আগে থেকেই ব্যাংকের মাধ্যমে হয় নাই, এখনো হয় না। টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।

স্কুলটির ম্যানেজিং কমিটি্র সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন,আমার নামে যেসব অভিযোগ এসেছে তা বানোয়াট এবং ভিত্তিহীন। এগুলো কোন প্রমাণ নেই।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় নিয়ে যেসব অভিযোগ তা আমার কাছে এখনো লিখিতভাবে কেউ দাখিল করে নাই।আর্থিক লেনদেনের বিষয় সম্পর্কেও আমার কিছু জানা নাই। যদি অভিযোগ আসে তা তদন্ত করে দেখা হবে।

স্কুলের ৩২ একর জমিতে আবাদী জমি, বাজার, কয়েকটি বেসরকারি ব্যাংক, বেতন, ফিসহ বিভিন্ন খাত থেকে আয়ের কোন হিসেব নেই কমিটির কাছে।  এরই মধ্যে ম্যানেজিং কমিটির তিন সদস্য দুর্নীতির বিষয়ে তদন্ত চেয়ে দুদকসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।