খেলাধুলা ১০ নভেম্বর, ২০১৯ ১২:০৯

বিপিএল খেলার লিংক খুঁজে বেড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ভারতে থাকা বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন পড়েছেন ভালোই বিপাকে! কাল বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুশীলন মাঠে যখন দলের প্রস্তুতি দেখছিলেন, বারবার বেজে উঠছিল তাঁর ফোন!

সেদিকে নজর বাদ যায়নি গণমাধ্যমের। সাংবাদিকের করা এক প্রশ্নে তিনি বলেন, ‘কী করব বলুন, খেলোয়াড়েরা বারবার ফোন করে বলছে, আমি বিপিএলে কোন গ্রেডে আছি স্যার? আমি কজনের উত্তর দেব বলুন? ৪০০ ক্রিকেটার আছে, নির্বাচক হিসেবে কি আমি সবার গ্রেড বলতে পারব? বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের নিবন্ধনের নিয়ম আছে। শুধু আমাদের নেই। নিবন্ধন করার সুযোগ থাকলে গ্রেডিং নিয়ে এত ধোঁয়াশা থাকে না!’ খানিকটা বিরক্তি নিয়েই বলছিলেন মিনহাজুল।

১৭ নভেম্বর বিপিএল নিলামের আগে খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। আর এতেই ক্রিকেটাররা ঔৎসুক্য মনে জানতে চাইছেন-কে কোন গ্রেডে পড়েছেন। গ্রেডের সঙ্গে যে পারিশ্রমিকের অঙ্কটা যুক্ত! নিজের গ্রেড জানতে ভীষণ আগ্রহী ভারত সফরে থাকা খেলোয়াড়েরাও। 

জানা যায়, এমনকি কজন ভারতীয় ক্রিকেটারেরও আগ্রহের শেষ নেই। মিনহাজুলই জানালেন, মুনাফ প্যাটেল তাঁকে ফোন দিয়ে জানতে চেয়েছেন, লিগে নিবন্ধন করার লিংক পাবেন কোথায়? বিসিবির প্রধান নির্বাচকের জবাবও হয়েছে সরস, ‘আমার নিজেরই লিংক নেই, তোমাকে কীভাবে লিংক দেব!’