খেলাধুলা ১০ নভেম্বর, ২০১৯ ০২:০১

এবার শফিউলের ঝুলিতে ধাওয়ান

স্পোর্টস ডেস্ক।। 

নাগপুরের অঘোষিত এক ফাইনালে মুখোমুখি বাংলাদেশ এবং স্বাগতিক ভারত। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যারা জিতবে শিরোপা নিজেদের করে নিবে তারাই। এই রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৪১ রান। শফিউলের বলে উইকেট দিয়ে সাজঘরে রোহিত শর্মা (২) এবং শিখর ধাওয়ান (১৯)। ক্রিজে এখন লোকেশ রাহুল এবং শ্রেয়াশ আয়ার।

ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের মিশন শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পাল্টে যায় সিরিজের সমীকরণ। রাজকোটে দাপুটে জয়ে সমতায় ফেরে টিম ইন্ডিয়া। 

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান এ।

আজকের ম্যাচটি জিতে ভারতের মাটিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। কেননা এর আগে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ভারতের মাটিতে কেউই তাদের হারাতে পারেনি।