বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৭ জুলাই, ২০১৯ ০৪:০৪

নাইট ক্লাবের ব্যালকনি ধ্বসে দক্ষিন কোরিয়ায় নিহত ২

দক্ষিন কোরিয়ার বার্তা সংস্থা ইনহোয়াপ জানিয়েছে যে গুয়ানজু শহরের একটি নাইট ক্লাবের অভ্যন্তরীন ব্যালকনি ধসে ২ জন নিহত হন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এর মাঝে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে আসা বেশ কয়েকজন খেলোয়াড়ও রয়েছেন। শনিবার ভোরে স্থানীয় ফায়ার সার্ভিস কতৃপক্ষ নিশ্চিত করেছে যে নিহত ২ জন দক্ষিন কোরিয়ার নাগরিক।

শুক্রবার রাতে গুয়াংজু শহরে অ্যাথলেট ভিলেজ এর পাশের ওই নাইটক্লাবের ব্যালকনি সিড়িসহ ধসে পড়ার সময় এর অভ্যন্তরে প্রায় ৩৭০ জন মানুষ ছিলেন। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ব্যালকনিটি ধসে পড়ে। এতে মারাত্মক আহত ৩৮ ও ২৭ বছর বয়সী দুই দক্ষিণ কোরীয় নাগরিককে হাসপাতালে নেওয়া হলে পরে তাদের মৃত্যু হয়।

বেশ কয়েকটি ওয়াটার পোলো দলের সদস্যরা ওই সময়ে নাইটক্লাবের অভ্যন্তরে ছিল। নিউজিল্যান্ডের পুরুষ পোলো দলের অধিনায়ক ম্যাট স্মল জানিয়েছেন, আমরা নাচছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা পাঁচ ছয় মিটার নিচে পড়ে যাই আর সবাই দ্রুত বাইরে বের হয়ে আসতে শুরু করি। 

ওয়াটার পোলো অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সব খেলোয়াড় নিরাপদ আছে আর সবাই আহত হওয়া ছাড়াই বাইরে বের হয়ে আসতে সক্ষম হয়েছে।

রবিবার গুয়াংজুতে শেষ হওয়ার কথা রয়েছে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপের। জলক্রীড়া নিয়ন্ত্রণকারী বিশ্বসংস্থ্য ফিনা এই প্রতিযোগিতার আয়োজক। ফিনার এক বিবৃতিতে নাইটক্লাব ধসে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।