অপরাধ ও দুর্নীতি ১১ নভেম্বর, ২০১৯ ১১:৩১

বালিশকাণ্ডের জিজ্ঞাসাবাদে নতুন তথ্য মিলছে: দুদক

ডেস্ক রিপোর্ট।।

পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনা নিয়ে দুর্নীতির ঘটনায় গণপূর্তের প্রকৌশলীদের জিজ্ঞাসাবাদ চলছে। আর এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিলছে বলে জানিয়েছেন দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

সোমবার (১১ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন দুদক সচিব।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করে দেখা হচ্ছে। দালিলিক প্রমাণ মিললেই এ ঘটনায় মামলা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজরা কোনোভাবেই পার পাবে না।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠান দুদক উপপরিচালক মো. নাসির উদ্দিন। এরই অংশ হিসেবে সোমবার (১১ নভেম্বর) পর্যন্ত ২১ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।