দুর্যোগ ১২ নভেম্বর, ২০১৯ ০৬:৪৫

বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তিন লাখ হেক্টর জমির ফসল: কৃষি মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট।। 

দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ১৬ জেলার প্রায় ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর জমির ফসলঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রোপা আমন ধান, শীতকালীন সবজি, খেসারি ও পানের। ৫০ হাজার ৫০৩ জন কৃষকের প্রায় ৭২ হাজার ২১২ টন ফসল ক্ষতি হয়েছে। টাকার অংকে মোট ক্ষতির পরিমাণ ২৬৩ কোটি ৪৯ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের গতকালের প্রতিবেদনের তথ্যমতে, আক্রান্ত এলাকায় দণ্ডায়মান ফসল ছিল ২০ লাখ ৮৩ হাজার ৮৬৮ হেক্টরে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮৪ হাজার ৭৭৪ হেক্টর। আর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ৮৩৬ হেক্টর জমির ফসল। ১৭ ধরনের ফসলের মোট ক্ষতির পরিমাণ ৭২ হাজার ২১২ টন।

জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ভোলায় ৪৯ হাজার ২২০, নোয়াখালীতে ৩৫ হাজার ১৫, বাগেরহাটে ৩৫ হাজার ৪৩৪, সাতক্ষীরায় ২৭ হাজার ২০, ঝালকাঠিতে ২২ হাজার ৫৭৫ ও লক্ষ্মীপুরে ২০ হাজার ৬৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এছাড়া বরিশালে ১৫ হাজার ১৭০, পিরোজপুরে ১০ হাজার ১১৭, বরগুনায় ১০ হাজার ৪৭৬, পটুয়াখালীতে ১০ হাজার ৪৯৭, ফেনীতে ১৮০, খুলনায় ৬ হাজার ৫১৮, মাদারীপুরে ৫১০, শরীয়তপুরে ২ হাজার ৯২৯, গোপালগঞ্জে ১৬ ও নড়াইলে ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।  

ঘূর্ণিঝড় বুলবুল গত রোববার ভোরে দেশের দক্ষিণ-পশ্চিম অংশে আঘাত হেনেছে। ভোর ৫টায় সুন্দরবনের কাছ থেকে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে। তবে আঘাত হানার আগের দুদিন ধরে এ অঞ্চলে এর প্রভাব বিরাজ করছিল।

বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত শস্যের পরিমাণ কতটুকু এবং কৃষকের পাশে কীভাবে থাকবে—সে বিষয়ে জানাতে আজ সংবাদ সম্মেলন করবে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।