খেলাধুলা ১২ নভেম্বর, ২০১৯ ০২:২০

অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান ব্রাভো

স্পোর্টস ডেস্ক।।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাবেক কমিটির অদ্ভুত নীতির কারণে জাতীয় দলে দীর্ঘদিন ধরে ব্রাত্য হয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। হতাশায় গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। নতুন বোর্ড আসার পর অবসর ভেঙে আবার জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন ব্রাভো।

আফগানিস্তানকে গতকাল হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আধিপত্য বিস্তার করে সিরিজ জেতায় পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ত্রিনিদাদ গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাভো বলেছেন, ‘পুরো দলকে অভিনন্দন জানাই। ৫ বছর হলো আমরা কোনো ওয়ানডে সিরিজ জিতিনি। ছেলেরা সেটাই করে দেখালো। আমি এখন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার তবে দ্রুতই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবো।’

এ সময় ক্যারিবীয় দলটির এই অবস্থার জন্য পূর্বের বোর্ডকে দায়ী করলেন ব্রাভো, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রতিহিংসাপরায়ণ লোকের হাতে অনেক ভুগেছে। যারা কিছু ক্রিকেটারকে সব সময় দলের বাইরে রাখতে চেয়েছে। অনেকের ক্যারিয়ারও শেষ করে দিয়েছে।’