খেলাধুলা ১৩ নভেম্বর, ২০১৯ ০৪:১৩

ক্যাচ অনুশীলনে দারুণ প্রত্যয়ী মমিনুলরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক।।

ক্রিকেটে ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটে যেন এটা অমোঘ এক সত্য কথা। বাংলাদেশ ক্রিকেট দলের তো সবচেয়ে বড় সমস্যা মিস ফিল্ডিং। টেস্টে সুযোগ আসে কালে-ভদ্রে। সেই সুযোগগুলো কাজে লাগাতে না পারলে ভাল ফল করা অসম্ভব। সে জন্যই ইন্দোরে প্রথম টেস্ট শুরুর আগে অভিনব ক্যাচ অনুশীলন করলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি লিটন দাসের। মুশফিক শুধুই ব্যাটসম্যান। তবে ফিল্ডিংয়েও তিনি দারুণ ভূমিকা রাখতে পারেন। সে জন্যই ক্যাচিং অনুশীলনে বেশ সপ্রতিভ দেখা গেলো মুশফিককেও।

মুশফিকুর রহীমদের ক্যাচ নেয়ার ক্ষেত্রে ক্ষিপ্রতা বাড়ানোর দিকেই সবচেয়ে বেশি নজর দিয়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুক। খেলা চলাকালীন স্লিপ কর্ডন বা ক্লোজ ইনে দাঁড়ানো ফিল্ডাররা যাতে চোখের ফলকে ক্যাচ ধরতে পারেন, সে দিকে নজর রেখেই আজ ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন কুক।

সেই ক্যাচিং অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, পা ভাঁজ করে বসে কুক ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটারদের। তার এক হাতে ব্যাট ধরা। অন্য হাত দিয়ে তিনি সজোরে বল ছুড়ছেন ব্যাটে। সেই বল তড়িৎগতিতে ছুটে যাচ্ছে ফিল্ডারদের কাছে। মুশফিকুর রহীমসহ অন্য ফিল্ডাররা শরীর ছুঁড়ে দিয়ে সেই বল ধরার চেষ্টা করছেন।

ম্যাচ চলাকালীন ব্যাটসম্যানের ব্যাট থেকে ছিটকে আসা বল যাতে অনায়াসেই ধরতে পারেন টাইগাররা, সে কারণেই অনুশীলনে এমন অভিনবত্ব এনেছেন রায়ান কুক। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রেয়াস আয়ারের একেবারে সহজ ক্যাচ ছেড়েছেন আমিনুল বিপ্লব। জীবন ফিরে পেয়ে আয়ার ভারতকে গড়ে দেন বড় স্কোর। সে ধরনের ভুল যেন টেস্ট ফিল্ডিং যাতে উচ্চমানের হয়, সেই দিকেই নজর কুকের।