আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০১৯ ১২:২৯

সংঘাতের মুখে হংকং ছাড়ছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক।।

সরকারবিরোধী বিক্ষোভের জেরে হংকং ছাড়ছেন ভিনদেশী শিক্ষার্থীরা। এমনকি বৃহস্পতিবার চীনের মূল ভূখণ্ডসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হচ্ছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকার চেষ্টা করায়  ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নিয়েছে। এজন্যই শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

চতুর্থ দিনের চলা অচলবস্থায় দেশটিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত শঙ্কায় সরকারি নির্দেশক্রমে শিক্ষা প্রতিষ্ঠান ও রেলসেবা বন্ধ রাখা হয়েছে। দফায় দফায় সংঘর্ষের জেরে ক্রস হারবার চ্যানেল অবরোধ করে হংকংয়ের সঙ্গে চীনের মূল ভূখণ্ডের যোগাযোগ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।

বিভিন্ন যানবাহন ও সরকারি ভবনে অগ্নিসংযোগের পাশাপাশি আন্দোলনকারীরা প্রধান প্রধান বাণিজ্যকেন্দ্রেও ভাঙচুর চালিয়েছে।

বিক্ষুব্ধ আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ স্টেশনে পেট্রোলবোমা ছুড়তেও দেখা গেছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে বলে জানিয়েছে।