লাইফ স্টাইল ১৫ নভেম্বর, ২০১৯ ০২:৩৪

যেভাবে সংরক্ষণ করবেন পেঁয়াজ

লাইফস্টাইল ডেস্ক।।

শুষ্ক ও ঠাণ্ডা স্থানে রেখে পেঁয়াজ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আচার বানিয়ে কিংবা ডিপ ফ্রিজেও পেঁয়াজ তাজা রাখতে পারবেন ৭ থেকে ৮ মাস পর্যন্ত।

জেনে নিন পেঁয়াজ সংরক্ষণের কয়েকটি পদ্ধতি-

১। কাগজের ব্যাগে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কাঁচা পেঁয়াজ। কাগজের বড় ব্যাগ পাঞ্চ করে অনেকগুলো ছিদ্র করে নিন। অর্ধেক ব্যাগ পর্যন্ত ভরুন আস্ত পেঁয়াজ। ব্যাগের মুখ আঁটকে দিন স্ট্যাপলার দিয়ে। এবার ব্যাগটি অন্ধকার ও শুষ্ক জায়গায় রাখুন।

২। নেটের ব্যাগে একটি একটি করে পেঁয়াজ নিয়ে সুতা দিয়ে বেঁধে ফেলুন। লম্বা করে টাইয়ের মতো ঝুলিয়ে দিন অন্ধকার ও শুষ্ক কোনও স্থানে। ভালো থাকবে অনেকদিন পর্যন্ত।

৩। পেঁয়াজ কুচি করে জিপলক ব্যাগে নিয়ে মুখ আঁটকে দিন। ভেতরে যেন বাতাস না থাকে সেদিকে লক্ষ রাখবেন। এবার ব্যাগটি ফ্রিজে রাখুন। চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। ৭ মাস পর্যন্ত তাজা থাকবে।

৪। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। মুছে একটি একটি করে পাতলা প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রাখুন। বেশিদিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে হবে।

৫। পেঁয়াজ আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন। একটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে স্লাইস করে নিন। ১ কাপ গরম পানিতে আধা কাপ আপেল সিডার ভিনেগার ও ১ টেবিল চামচ চিনি মেশান। ১ চা চামচ লবণ দিয়ে নেড়ে নিন। বয়ামে পেঁয়াজের স্লাইস দিয়ে ভিনেগারের দ্রবণ ঢেলে দিন। বয়ামের মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে পেঁয়াজ।