প্রবাসের কথা ১৬ নভেম্বর, ২০১৯ ০২:২৬

প্রবাসে ৫৩ গৃহকর্মীর মৃত্যু অস্বাভাবিক নয়: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।। 

সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধ হবে না তবে গৃহকর্মী পাঠানোর বিষয়ে সরকার নতুন করে ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রবাসে গত ৪ বছরে ৫৩ গৃহকর্মীর মৃত্যু অস্বাভাবিক নয় বলেও মন্তব্য তার। এছাড়া রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমার সেনাবাহিনীর বিচারে আইসিসি ও আইসিজের বিচারিক উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে বলেও জানান মন্ত্রী।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য থেকে গত ১০ মাসে দেশে ফিরেছেন প্রায় ১৩শো গৃহকর্মী। তাদের বেশির ভাগই জানিয়েছেন সেখানে নির্যাতনের শিকার হওয়ার কথা। সবশেষ শুক্রবার সকালে ফিরেছেন সুমি।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশেও নির্যাতিত হতে পারেন নারী। পাশাপাশি তিনি জানান, সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধ হবে না তবে গৃহকর্মী পাঠানোর বিষয়টি নতুন করে ভাববে সরকার।

এছাড়া রোহিঙ্গা নীপিড়নের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার বিষয়ে মন্ত্রী বলেন, মায়ানমারের সেনাবাহিনীর বিচারে আইসিসি ও আইসিজের বিচারিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

এর আগে বৃহষ্পতিবার রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি-না তা তদন্তের অনুমোদন দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।