আন্তর্জাতিক ১৬ নভেম্বর, ২০১৯ ০৪:০৯

শ্রীলঙ্কায় ৮ম প্রেসিডেন্ট নির্বাচন আজ

ডেস্ক রিপোর্ট।। 

শ্রীলঙ্কায় অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন আজ। স্থানীয় সময় সকাল সাতটায় দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়।

শ্রীলঙ্কার ২২টি নির্বাচনি জেলায় প্রায় ১৩ হাজার ভোটকেন্দ্র খোলা হয়েছে। এক কোটি ৬০ লাখ ভোটার ৩৫ জন প্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

এবারের নির্বাচনে লড়ছেন না বর্তমান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। ধারণা করা হচ্ছে, নির্বাচনি মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইউনাইটেড ন্যাশনাল পার্টি-ইউএনপি’র প্রার্থী সাজিথ প্রেমাদাসা এবং পিপলস ফ্রন্ট-এসএলপিপি’র প্রার্থী সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপাকসের মধ্যে।

গত বুধবারই শেষ হয় নির্বাচনি প্রচার।  প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ।