খেলাধুলা ১৬ নভেম্বর, ২০১৯ ১০:৫২

ব্রাজিল কোচকে চুপ করতে বললেন মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক।।

গত কোপার সেমিতে আর্জেন্টাইনদের বিদায় করে শিরোপা পুনরুদ্ধার করলেও নানান বিতর্কের জন্ম দিয়েছিল সেই ম্যাচ। ব্রাজিলের সেই ম্যাচে হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন লিওনেল মেসি, যা বেড়েছে চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। শেষ পর্যন্ত কনমিবল-রেফারি ও কোপার আয়োজক ব্রাজিলকে নিয়ে বেঁফাস মন্তব্যের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাস নিষিদ্ধ হয়েছিলেন সুপারস্টার লিওনেল মেসি। 

মেসির বেঁফাস মন্তব্যের কড়া সমালোচনা করে চ্যাম্পিয়ন ব্রাজিল কোচ তিতে বলেছিলেন, আজেন্টাইন সুপারস্টারের উচিত সবাইকে আরও সম্মান দেখানো এবং যেকোনো টুর্নামেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

মেসি কি সেই ক্ষোভ রাগ ভুলে যাবেন এত সহজে; চোখে সামনে ফিলিপে কৌতিনহো, ক্যাসেমিররা ছুটছেন উল্লাসে, অন্যপাশে মাটির দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক মেসি। যত রাগ ক্ষোভ সব হয়তো গতকাল তুলে নিলেন ব্রাজিলের বিপক্ষে। তিন মাস পর প্রত্যাবর্তনটাও সেই ব্রাজিলের বিপক্ষে। ১-০ গোলের জয়ে সুপার ক্লাসিকো জিতেছেন।  

ম্যাচ জিতল আর্জেন্টিনা কিন্তু অভিযোগ ওঠে এলো মেসির দিকে; এই নিয়ে আবার শুরু হলো সমালোচনা! ব্রাজিল কোচ রেফারির কাছে অভিযোগ করেছেন- মেসি নাকি তাকে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেছেন। মূলত যখন তিতে একের পর এক খেলোয়াড় বদল করছেন তখন তিতেকে লক্ষ্য করে মেসি মুখে আঙুল দিয়ে বুঝিয়েছেন ‘মুখ বন্ধ’ রাখুন । 

ম্যাচ শেষে সাংবাদিকরা এই প্রসঙ্গে জানতে চাইলে তিতে বলেন, ‘আমি অভিযোগ করেছিলাম; কারণ সে আমাকে মুখ বন্ধ রাখতে বলেছিল; পরে আমিও তাকে মুখ বন্ধ রাখতে বলি; এই জন্য আসলে তাকে (মেসি) হলুদ কার্ড দেওয়া দরকার ছিল।’

তিতে আরও বলেন, ‘এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না আমি। তবে রেফারির আরও কঠোর হওয়ার দরকার। সে আমাকে হেয় করেছে; যার জন্য কার্ড পাওয়ার উচিত ছিল। আর আমার অধিকার আছে অভিযোগ করার।’

শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটি শেষে ১-০ গোলে জয় পায় মেসিরা।