খেলাধুলা ১৬ নভেম্বর, ২০১৯ ১১:৫৯

ইডেনে প্যারাস্যুটে করে আসবে গোলাপী বল!

স্পোর্টস ডেস্ক।।

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি দু'দলের জন্যই ইতিহাসের অংশ হওয়ার ম্যাচ। কেননা, সেই ম্যাচ দিয়েই দিবারাত্রির প্রথম টেস্ট খেলে ফেলবে এই দুই দল। আর এই ম্যাচ নিয়ে স্বাগতিক দেশ ভারতের আয়োজনের কোনো কমতি নেই। 

চমক জাগার মতো একটি কাজ সম্পন্ন করতে যাচ্ছে ভারত। মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাস্যুটে ইডেনে নেমে এসে ভারত ও বাংলাদেশ দুই দলের অধিনায়কের হাতে টেস্ট ম্যাচের বল তুলে দেবেন সেনাকর্মীরা। ভারতের প্রথম দিনরাতের গোলাপি বলের টেস্ট স্মরণীয় রাখতে এমনটাই পরিকল্পনা সিএবির।

সিএবির সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘প্যারাট্রুপাররা দুটি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেবেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরের সঙ্গে কথা হয়েছে।’’

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, প্রথম তিন দিনের সব টিকিট শেষ। শুক্রবারই তিনটি গোলাপি বল এসে পৌঁছায় ইডেনে।