খেলাধুলা ১৬ নভেম্বর, ২০১৯ ১২:৫৬

আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে

স্পোর্টস ডেস্ক।।

একদিন আগের খবর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন ৪ জন বাংলাদেশি ক্রিকেটার। এবার আরও ১০ বাংলাদেশির নাম ড্রাফটের তালিকায় প্রকাশ পেয়েছে। তারা রয়েছেন গোল্ড ক্যাটাগরিতে। সব মিলিয়ে পঞ্চম পিএসএলের ড্রাফটে উঠবে ১৪ বাংলাদেশির নাম।

গোল্ড ক্যাটাগরিতে থাকা ১০ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন- আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলোক কাপালি, আমিনুল ইসলাম বিপ্লব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ।

এর আগে ডায়মন্ড ক্যাটাগরিতে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের নাম প্রকাশ করা হয়। যদিও সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনাম ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হয়নি।

গোল্ড ক্যাটাগরিতে মোট ১৪৪ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে, আছেন মোট ১৪টি দেশের ক্রিকেটার। সবচেয়ে বেশি ৪৮ জন ক্রিকেটারই ইংল্যান্ডের।

ইংল্যান্ড ও বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা স্থান পেয়েছেন এই ক্যাটাগরিতে।

লিটন-মিরাজদের সাথে গোল্ড ক্যাটাগরিতে থাকা আরও কজন ক্রিকেটার হলেন- গুলবাদিন নাইব, কেভিন ও’ব্রায়েন, ভ্যারনন ফিল্যান্ডার, ওয়েন পারনেল, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার প্রমুখ।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ৭ ডিসেম্বর। ৭ মার্চ শুরু হবে টুর্নামেন্টটির আগামী আসর। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটির চারটি আসর মাঠে গড়িয়েছে।