খেলাধুলা ১৬ নভেম্বর, ২০১৯ ০২:২৮

সোহরাওয়ার্দী শুভ'র দাপুটে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক।।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। তার সেঞ্চুরির ওপর ভর করে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ।

দলীয় ১১ রানে দুই ওপেনার মেহেদী মারুফ ও জাহিদ জাবেদকে হারিয়ে বিপদেই পড়ে গিয়ে ছিল ক্যাপ্টেন নাঈম ইসলামের দল। ওয়ানডাউনে নেমে সোহরাওয়ার্দী শুভ ব্যাটিং হাল ধরে দলকে এগিয়ে নেন।

২১৭ বলে ১৫ চারে সোহরাওয়ার্দী খেলেন ১০৫ রানের অসাধারণ এক ইনিংস। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। আরিফুল হক খেলেন ৫৭ রানের ইনিংস। ৪০ করে ফেরেন নাঈম ইসলাম।

রাজশাহীর হয়ে দেলোয়ার হোসেন ৪টি ও মোহর শেখ শিকার করেন ৩টি উইকেট। তার আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শনিবার (১৬ নভেম্বর) টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। 

সংক্ষিপ্ত স্কোর-
 
প্রথম দিন শেষে- রংপুর বিভাগ প্রথম ইনিংস: ২৬৩/৮, ৮৫ ওভার (সোহরাওয়ার্দী ১০৫, আরিফুল ৫৭ ও নাঈম ৪০; দেলোয়ার ৪/৫৫ ও মোহর ৩/৫৩)।